আপডেট : ২০ July ২০১৮
গোল করেই দুই হাত বগলের নিচে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে কিংবা বসে থাকা। রাশিয়া বিশ্বকাপে এমন গোল উদযাপন ছিল ফরাসি তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপের। তবে কেন এই উদযাপন। এর পেছনে রহস্য কী? সে রহস্য খোলাসা হয়েছে। গোল সেলিব্রেশনের এই স্টাইল এমবাপের নিজের নয়। বিশ্ব ফুটবলে ট্রেডমার্ক হয়ে যাওয়া এই উদযাপন শিখেছেন ছোট ভাই এথান এমবাপের কাছে। ছোটবেলায় এমবাপের বিপক্ষে ফিফার ভিডিও গেমে গোল করেই এমন ভঙ্গি করতেন এথান। আর ছোট ভাইয়ের সেই উদযাপনকেই বিশ্বমঞ্চে তুলে এনেছেন এমবাপে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১