আপডেট : ২০ July ২০১৮
হোটেলে সেবায় খুশি হয়ে কর্মীদেরকে ১৭ হাজার ৮৫০ পাউন্ড (প্রায় ১৯ লাখ ৫৬ হাজার ৭৬১ টাকা) বকশিশ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। এরপর পরিবারসহ গ্রিসে অবকাশ যাপন করতে যান রোনালদো, সেখানে একটি বিলাসবহুল হোটেলে থাকেন তিনি। সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লেখান রোনালদো। সিরি-এ জায়ান্ট ক্লাবটিতে যোগ দেওয়ার জন্য গ্রিস থেকে ইতালিতে যান তিনি। গ্রিসের হোটেল ত্যাগ করার আগে সেখানের কর্মীদের ওপর তিনি এতটাই সন্তুষ্ট হন যে বড় অঙ্কের বকশিশ দিতে কার্পণ্য করেননি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ তারকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১