বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০১৮

স্মার্টফোনের জন্য নতুন প্রসেসর আনছে হুয়াওয়ে

নতুন একটি প্রসেসর এনেছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে ছবি : ইন্টারনেট


স্মার্টফোনের জন্য নতুন একটি প্রসেসর এনেছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। মিড রেঞ্জের স্মার্টফোনের জন্য তৈরি করা প্রসেসরটি হলো কিরিন ৭১০। হুয়াওয়ে জানিয়েছে, প্রসেসরটিতে ব্যবহার করা হয়েছে ১২ ন্যানোমিটার প্রযুক্তি, যা কিরিন সিরিজে প্রথম।

প্রসেসরটিতে থাকছে ১.৭ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি এআরএম কর্টেক্স কোর এবং ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি এ৭৩ কোর। চিপসেটটিতে আরো ব্যবহার করা হয়েছে এআরএম মালি জি৫১ এমপি৪ জিপিইউ। হুয়াওয়ের দাবি, ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আরো উন্নত গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে এ প্রসেসরে।

এছাড়া আগের মালি টি-৮৩০ এমপি২ জিপিইউর তুলনায় ১.৩ গুণ পর্যন্ত  বেশি পারফরম্যান্স মিলবে নতুন জিপিইউ থেকে, এমন দাবিও করেছে হুয়াওয়ে।

নতুন এ চিপে একসঙ্গে দুটি সিম এবং দুটি সিমেই ফোরজি ও ভয়েস ওভার এলটিই সুবিধা পাওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১