আপডেট : ১৯ July ২০১৮
নয় বছরের রিয়াল অধ্যায়ের ইতি টেনে ক্রিশ্চিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। চুক্তি চার বছরের। মাঠে নামতে এখনো দেরি আছে। তবে ইতালিতে রোনালদো উন্মাদনা শুরু হয়ে গেছে। জুভেন্টাস এরই মধ্যে রোনালদোর নাম লেখা জার্সি বিক্রি শুরু করে দিয়েছে। জার্সির পেছনে লেখা নম্বর সাত, এর একটু উপরে রোনালদোর নাম। এমন জার্সি বিক্রির প্রথম দিনেই ক্লাবটি তুলে নিয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩৩ কোটি টাকা! জার্সিটি তৈরি করেছে অ্যাডিডাস। প্রথম দিনই অনলাইনে এই জার্সি বিক্রি হয়েছে ৫ লাখ পিস। আর অ্যাডিডাসের নিজস্ব দোকান থেকে এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে ২০ হাজার পিস। দুই ধরনের জার্সি আছে। একটি বিক্রি হচ্ছে ১০৪ ইউরোয়, অপরটি ৪৫ ইউরোয়। জুভেন্টাসের কোনো জার্সি সর্বোচ্চ বিক্রির রেকর্ড ৮ লাখ পিস। সেটা হয়েছিল ২০১৬ সালে। সেই রেকর্ড খুব সহজইে ভাঙবেন রোনালদো, তা বলাই বাহুল্য।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১