বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০১৮

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল সোয়া এগারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন গতরাতে লন্ডনে হিথরো আন্তর্জাতিক বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মদ, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত, ঢাকায় বৃটিশ হাইকমিশনার, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি হামিদ গত ৭ জুলাই লন্ডনে যান, সেখানে বুপা ক্রমওয়েল হসপিটালে মেডিকেল চেকআপ এবং মোরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসার জন্য ১২ দিন অবস্থান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১