বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০১৮

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীদের তিন বছরের ভিসা

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ছবি: সংগৃহীত


কোনো বাংলাদেশি শিক্ষার্থী ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলেই একবারে তিন বছরের ভিসা দেওয়া হবে। গতকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০১৮-এর উদ্বোধনকালে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, ‘ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য ভিসা সমস্যা নেই। বাংলাদেশি শিক্ষার্থীরা তিন বছর মেয়াদে ভারতের ভিসা সুবিধা পাবে। উচ্চশিক্ষার জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। ভারতে প্রায় ৮০০ বিশ্ববিদ্যালয় ও ৩৮ হাজার কলেজ রয়েছে। ইংরেজি ভাষাভাষী দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত আধুনিক সুবিধাসহ বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে।’

শ্রিংলা বলেন, ‘বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। গত ১০ বছরে জিডিপি বিশ্বে অন্যতম সর্বোচ্চ পর্যায়ে। এমন অবস্থায় দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগকে গুরুত্ব দেয় ভারত।’ গত বছর ১৪ লাখ বাংলাদেশি ভারতে ভ্রমণে গেছেন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘সেপ’ ইভেন্টস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা।

দুই দিনব্যাপী এই শিক্ষামেলা চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মেলায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ ভারতের শীর্ষস্থানীয় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১