আপডেট : ১৮ July ২০১৮
কেন তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে সই করেছেন, জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সি আর সেভেনের মতে, ভাবনা-চিন্তা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বহু জল্পনার পরে গত সপ্তাহে বিখ্যাত স্প্যানিশ ক্লাব ছেড়ে চার বছরের চুক্তিতে জুভেন্তাসে সই করেন রোনালদো। চুক্তি হয় ১০০ মিলিয়ন ইউরোয় (ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ কোটি)। তিনি হঠাৎ ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন কেন? শুধুই কি বয়স বেড়ে যাচ্ছে বলে? প্রশ্ন ছিল তার ভক্তদের। ‘আমি এমন একজন মানুষ যে বর্তমান নিয়ে বেশি ভাবি,’ সাংবাদিক বৈঠকে বলেছেন রোনালদো। তিনি আরও বলেন, ‘আমার বয়স খুব বেশি হয়নি। এখনও আমি চ্যালেঞ্জ নিতে ভালবাসি। আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নিয়েছি, তার পরে রিয়াল মাদ্রিদে। এ বার জুভেন্তাসের হয়ে নিলাম।’ রোনালদো ভক্তদের আশ্বস্ত করে বলেন, ‘ভেবে-চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। ইটালির সেরা ক্লাব জুভেন্তাস। দুরন্ত একজন ম্যানেজার আছেন (মাসিমিলিয়ানো আলেগ্রি)। তাই ক্লাব বদলের সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল না’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১