বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০১৮

সুস্থ হয়ে উঠছেন ইরফান খান

বলিউড অভিনেতা ইরফান খান ছবি : ইন্টারনেট


ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলিউড অভিনেতা ইরফান খান। সে দিন হুট করেই টুইটারে প্রোফাইল ফটো বদলে দিলেন তিনি। সোমবার প্রিয় বন্ধুকে গানও রেকর্ড করে শোনালেন। সেই স্ট্রাগলের সময়ের প্রিয় বন্ধু এবং পরিচালক বিশাল ভরদ্বাজকে। বিশাল জানান, ইরফান যে সুস্থ হচ্ছেন, তা স্পষ্ট।

টুইটারে ইরফানের নতুন প্রোফাইল পিকচারে তাকে দুর্বল দেখাচ্ছে ঠিকই। কিন্তু মুখে হাসি। পরনে হলদে টি-শার্ট। আর কানে হেডফোন। গান আর ক্রিকেট যেন তার এই লড়াইয়ের সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে। যে হাসপাতালে তার চিকিৎসা চলছে, ঠিক তার উল্টো দিকেই লর্ডস স্টেডিয়াম।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিশাল জানিয়েছেন, ইরফানের সঙ্গে তার যোগাযোগ আছে। বিশাল বলেন, ‘ওর সঙ্গে আমার প্রায়ই কথা হচ্ছে। সুস্থ হচ্ছেন ইরফান। আমাদের প্রার্থনা সবসময়ই রয়েছে ওর সঙ্গে। আশা করছি, দ্রুত ও সুস্থ হয়ে আবার কাজে হাত দেবে।’

বিশাল আরো বলছিলেন ‘হোয়াটস্অ্যাপে আমাদের কথাবার্তা চলতেই থাকে। তবে ইদানিং ইরফান আমাকে ঘুমপাড়ানি গানও রেকর্ড করে শোনায়।’

তার অসুস্থতার খবর নিয়ে মার্চের মাঝামাঝি সময়টায় অজস্র গুজব রটে। আর তারপর আচমকাই এই টুইট। সেই টুইটেই নিজের অসুস্থতার খবর জনসমক্ষে এনেছিলেন অভিনেতা ইরফান খান। আর লুকোছাপা না রেখে সেদিনই জানিয়ে দিয়েছিলেন যে তিনি নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত। চিকিৎসার জন্য তড়িঘড়ি লন্ডনেও পাড়ি দিতে হয়েছিল অভিনেতাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১