বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০১৮

এবার ককপিটে সৌদি নারীরা

এবার ককপিটেও বসতে যাচ্ছেন সৌদি নারীরা ছবি : ইন্টারনেট


দীর্ঘদিনের ড্রাইভিং নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর এবার ককপিটে বসতে যাচ্ছেন সৌদি নারীরা। সৌদি আরবের একটি ‘ফ্লাইট স্কুল’ দেশটির নারীদের প্লেন চালানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

অক্সফোর্ড অ্যাভিয়েশন অ্যাকাডেমি নামে একটি প্রশিক্ষণদাতা ও ক্রু নিয়োগ প্রতিষ্ঠান ইতোমধ্যে কয়েকশ’ নারী প্রার্থীর আবেদন গ্রহণ করেছে। তারা আশা করছে, দেশটির পূর্বাঞ্চলের শহর দাম্মামে সেপ্টেম্বর থেকে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

পাইলট হতে আগ্রহী সৌদি নারী দালাল ইয়াসহার বলেন, অনেকেই দেশের বাইরে অ্যাভিয়েশন নিয়ে পড়তে যায়। কিন্তু নারীদের ক্ষেত্রে এটা পুরুষের চেয়ে বেশি কঠিন। তবে এখন আর কোনো কিছুই নেই, যেখানে নারীদের বিচরণ পাওয়া যায় না। সবকিছুই নারীদের জন্য উন্মুক্ত, যদি ইচ্ছা ও সামর্থ্য থাকে। অ্যাকাডেমির কার্যনির্বাহী পরিচালক ওথম্যান আল মৌতাইরি বলেন, এখানে শিক্ষার্থীরা তিন বছরের অ্যাকাডেমিক ও বাস্তব প্রশিক্ষণের সুযোগ পাবেন।

সৌদি আরবই বিশ্বে একমাত্র দেশ, যেখানে নারীদের জন্য ড্রাইভিং নিষিদ্ধ ছিল। দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা তুলে দিতে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান অগ্রণী ভূমিকা রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১