বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০১৮

বাংলাদেশে সরাসরি ব্যবসা শুরুর ঘোষণা শাওমির

হ্যালো বাংলাদেশ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সরাসরি ব্যবসা করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি সংগৃহীত ছবি


বাংলাদেশে সরাসরি ব্যবসা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী চীনা ব্র্যান্ড শাওমি। এতদিন দেশি প্রতিষ্ঠান সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের (এসআইবিএল) সঙ্গে যৌথভাবে ব্যবসা করলেও গ্রাহকসেবার মান বাড়াতে এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে এখন থেকে তাদের সঙ্গে সমন্বয় করে সরাসরি ব্যবসা করার কথা জানায় শাওমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ও শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মানু কুমার জেইন।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে হ্যালো বাংলাদেশ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সরাসরি ব্যবসা করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এ সময় বিশ্ববাজারে নিজেদের অগ্রগতি, অবস্থান এবং বাংলাদেশ নিয়ে তাদের নানা রকম পরিকল্পনার কথা জানান মানু।

মানু বলেন, স্মার্টফোনের উদীয়মান বাজার হিসেবে বাংলাদেশ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই শাওমির সব ধরনের পণ্য নিয়ে বাংলাদেশের বাজারে আমরা স্থানীয় কোম্পানি হিসেবে ব্যবসা করতে চাই। আর সে লক্ষ্যেই আজ থেকে বাংলাদেশে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে গত কয়েক বছরে স্মার্টফোনের বাজারের পরিধি বিস্ময়করভাবে বেড়েছে, একই সঙ্গে শাওমিরও একটি বড় বাজার তৈরি হয়ে গেছে। তবে আমরা এই বাজারের পরিমাণ আরো বাড়াতে চাই। বিশ্ববাজারের মতো বাংলাদেশের বাজারেও দ্রুত বর্ধনশীল কোম্পানি হিসেবে নিজেদের জায়গা করে নিতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মানু জেইন বলেন, উন্নতমানের পণ্য এবং দাম সাধ্যের মধ্যে থাকায় শাওমি খুব অল্প সময়েই মানুষের মনে জায়গা করে নিয়েছে। এতে করে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন খরচও অনেক কমে  গেছে। তাই বিজ্ঞাপনের পেছনে খরচ না করে ও নিজেদের লভ্যাংশ কম রেখে কম দামে ভালো জিনিস সবার হাতের নাগালে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। মাত্র ৫ শতাংশ লভ্যাংশ রেখেও বিশ্ব প্রযুক্তিবাজারে শাওমি এখন সবচেয়ে বেশি ক্রমবর্ধমান প্রতিষ্ঠান হিসেবে নিজেদের স্থান অর্জন করে নিয়েছে বলেও জানান শাওমির এই ভাইস প্রেসিডেন্ট।

বাংলাদেশে নিজেদের আনুষ্ঠানিক যাত্রার অংশ হিসেবে শাওমির গ্লোবাল ই-কমার্স সাইটের একটি অংশ বাংলাদেশের জন্য উন্মুক্ত করেন মানু। এমআই ডটকম স্ল্যাশ বিডি (mi.com/bd) এই ঠিকানায় গিয়ে বাংলাদেশি গ্রাহকরা অনলাইনেই শাওমির সব পণ্য কিনতে পারবেন। এছাড়া দেশের এমআই ফ্যানদের জন্যও শাওমির ফ্যানদের গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলাদেশের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম সি ডট এমআই ডটকম স্ল্যাশ বিডি (c.mi.com/bd) নামের আলাদা ওয়েবসাইটও উন্মোচনের ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের লাখ লাখ ফ্যানের জন্য আমরা শাওমির সর্বশেষ পণ্য সর্বনিম্ন দামে নিয়ে আসতে পারব। আমরা সর্বোচ্চ সেবা দিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সেজন্য এখানে একটি শক্তিশালী দল গঠন করা হবে।

এদিকে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার অংশ হিসেবে বিশেষ ক্যামেরা ফিচার নিয়ে রেডমি এস-২মডেলের একটি হ্যান্ডসেট উন্মোচন করা হয়। সেলফি এক্সপার্ট হিসেবে আখ্যায়িত এই ডিভাইসটি সম্পর্কে মানু বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স-এআই) সুবিধাসম্পন্ন ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিনের আলো বিশ্লেষণ করে ছবি তুলতে সক্ষম। এছাড়া আছে পোর্ট্রেট মোড এবং এআই বিউটিফাই মোড, যা ব্যবহারকারীদের ছবি তোলার অভিজ্ঞতাকে বদলে দেবে বলে দাবি করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১