বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০১৮

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আল আরাফাহ ইসলামী ব্যাংকের লোগো ছবি: সংরক্ষিত


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার নন কনভার্টিবল সাব অর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির সভা কক্ষে অনুষ্ঠিত কমিশনের ৬৫১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুললি রিডেম্বল, ফ্লোটিং রেট, আনসিকিউরড, আনলিস্টেড সাব-অর্ডিনেটেড বন্ড।

বন্ডটির মেয়াদ ৭ বছর।  যা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের  প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে টায়ার টু ক্যাপিটাল বেজ এর শর্ত পূরণ করবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইস্যুরেন্স কোম্পানি এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১