বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০১৮

অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সুচিন্তিত পদক্ষেপ নেওয়ার তাগিদ

গতকাল সোমবার এফবিসিসিআই সভাকক্ষে এফবিসিসিআইয়ের পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয় ছবি: সংগৃহীত


দেশের সমুদ্রবন্দর, নদী সংস্কার, রেলওয়ে খাতসহ নগর অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়কে আরো সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

এফবিসিসিআইয়ের পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় এ তাগিদ দেওয়া হয়। গতকাল সোমবার এফবিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীরা শিল্প-বাণিজ্যের অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন। স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ শফিকুল ইসলাম ভরসা কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় এফবিসিসিআই সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, পরিচালক হেলেনা জাহাঙ্গীর, আবু মোতালেব, ইউসুফ আশরাফ হাফেজ হারুন অর রশিদ আলোচনায় অংশ নেন।

ব্যবসায়ী নেতারা ব্যবসায়িক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার জন্য বিশেষ করে রাজধানীর যানজট পরিস্থিতি উন্নয়নের ওপর জোর দেন। এ ছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট স্থাপনের ফলে ব্যবসায়িক কর্মকাণ্ড যাতে বিঘ্নিত না হয় সেদিকটিতেও বিশেষ লক্ষ রাখার অনুরোধ জানান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১