আপডেট : ১৭ July ২০১৮
দক্ষিণ এশিয়ার নেটওয়ার্ক অপারেটরদের সংগঠন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (সেনগ) সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী মাসের ২ তারিখ থেকে শুরু হবে নয় দিনব্যাপী এ আয়োজন। ৩২তম এ সম্মেলনের আয়োজক হিসেবে থাকছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এ ছাড়া এ সম্মেলনের সঙ্গেই আয়োজিত হবে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) নবম সম্মেলনও। আইএসপিএবি জানিয়েছে, সম্মেলনের দেশি-বিদেশি মিলিয়ে প্রায় দুই হাজার ইন্টারনেট প্রকৌশলী, নেটওয়ার্ক এক্সপার্ট, সরকারি সংস্থার প্রতিনিধিসহ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। এ সম্মেলনকে তিনটি আলাদা ভাগে ভাগ করেছেন আয়োজকরা। প্রথম ভাগে ২ আগস্ট থাকবে বিভিন্ন কর্মশালা। দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে এসব কর্মশালা পরিচালনা করবে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্যানেল। রাউটিং, সিকিউরিটি এবং ভার্চুয়ালাইজেশন- এই তিন ট্র্যাকে অনুষ্ঠিত হবে এসব কর্মশালা। দ্বিতীয় ভাগে থাকবে সেনগ টিউটোরিয়াল। ৭ এবং ৮ আগস্ট অনুষ্ঠিত হবে এ পর্ব। সম্মেলনের শেষ দুই দিন থাকবে মূল কনফারেন্স, যেখানে থাকবে মোট ছয়টি সেশন। এ সম্মেলনে অংশ নেওয়ার জন্য ২৫ জুলাইয়ের মধ্যে sanog.org/sanog32 ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১