বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০১৮

নানার বাড়ীতে বেড়াতে এসে লাশ হলো সাঈদুল


নানার বাড়িতে বেড়াতে এসে ডোবায় পড়ে মৃত্যু হয়েছে সাইদুল (২) নামের এক শিশুর।

সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার কালকোট গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ নাগদা গ্রামের দেওয়ানজীর বাড়ির হাসেমের ছেলে সাঈদুল ঘটনার আগের দিন তার মা-রুমার সঙ্গে নানার বাড়ি কালকোট গ্রামে বেড়াতে যায়। পরদিন দুপুরে খেলতে গিয়ে নানার বাড়ির কবরস্থানের পাশে একটি ডোবায় পড়ে যায়।

শিশু সাঈদুলকে বাড়িতে না পেয়ে ওই বাড়ির সদস্যরা অনেক খোঁজা-খুঁজি করে ওই ডোবা থেকে উদ্ধার করে। পরে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১