আপডেট : ১৬ July ২০১৮
নানার বাড়িতে বেড়াতে এসে ডোবায় পড়ে মৃত্যু হয়েছে সাইদুল (২) নামের এক শিশুর। সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার কালকোট গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ নাগদা গ্রামের দেওয়ানজীর বাড়ির হাসেমের ছেলে সাঈদুল ঘটনার আগের দিন তার মা-রুমার সঙ্গে নানার বাড়ি কালকোট গ্রামে বেড়াতে যায়। পরদিন দুপুরে খেলতে গিয়ে নানার বাড়ির কবরস্থানের পাশে একটি ডোবায় পড়ে যায়। শিশু সাঈদুলকে বাড়িতে না পেয়ে ওই বাড়ির সদস্যরা অনেক খোঁজা-খুঁজি করে ওই ডোবা থেকে উদ্ধার করে। পরে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১