বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০১৮

পেলের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অনন্য কীর্তি এমবাপের

এক গোলেই ফুটবল কিংবদন্তি ব্রাজিলিয়ান পেলের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে অনন্য কীর্তি গড়লেন এমবাপে ছবি : ইন্টারনেট


রাশিয়া বিশ্বকাপের শিরোপা নির্ধারনী ম্যাচে ফ্রান্স ৪-২ গোলে হারায় ক্রোয়েশিয়াকে। ফাইনাল ম্যাচে ১টি গোল করেই রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এই এক গোলেই ফুটবল কিংবদন্তি ব্রাজিলিয়ান পেলের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে অনন্য কীর্তি গড়লেন এমবাপে।

১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে সুইডেনের বিপক্ষে ১৭ বছর ২৪৯ দিন বয়সে গোল করেছিলেন পেলে। এবার ৬০ বছর পর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপের ফাইনালে গোলের রেকর্ড গড়লেন এমবাপে। ১৯ বছর ২০৭ দিন বয়সে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২১তম বিশ্বকাপে গোল করে রেকর্ড বইয়ে দ্বিতীয়স্থানে নিজের নাম তুললেন এমবাপে।

এছাড়াও আরও একটি রেকর্ড গড়েছেন এমবাপে। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে সর্বকনিষ্ঠ বয়সে বিশ্বকাপের ফাইনালের শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিন বয়সে পেলে এবং ১৯৮২ সালে ১৮ বছর ২০১ দিন বয়সে বিশ্বকাপের ফাইনাল খেলেন ইতালির গুইসেপি বারগোমি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১