বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০১৮

জবির ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর থেকে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংরক্ষিত ছবি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪৪তম একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষাসহ সকল পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিল করা হয়েছে। আর তাই প্রথমবারের মত এ বছর ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ইউনিট -১: বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর (শনিবার), ইউনিট -২: মানবিক শাখার ভর্তি পরীক্ষা হবে ৬ অক্টোবর (শনিবার) এবং ইউনিট -৩: বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার তারিখ হবে ১৩ অক্টোবর (শনিবার)।

উল্লেখিত প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ৩০ মিনিট। ভর্তি পরীক্ষার মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ৭২ নম্বর, অবশিষ্ট ২৮ নম্বর এসএসি ও এইচএসসি’র ফলাফল থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে নেয়া হবে।

উল্লেখ্য, চারুকলা, সংগীত, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন-এই চারটি বিভাগে কোনো লিখিত পরীক্ষা হবে না। এই চারটি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুধুমাত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২৭ অক্টোবর (শনিবার) তারিখ থেকে নেয়া হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১