বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০১৮

যদি একজন চান্স পায় সেটা আমিই পাব

মেহেদি হাসান মেঘ সংগৃহীত ছবি


মেহেদি হাসান মেঘ

প্রথম বর্ষ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

মেধাতালিকায় স্থান : ১৫৫

 

অন্যসব বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বরাবরই কিছুটা ভিন্নধারার হয়ে থাকে। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ থেকেই আমি মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করি। শুরু থেকেই মূল বইয়ের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। প্রতিটি টপিক লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করতাম। কোনো টপিক একজন লেখকের বইয়ে না বুঝলে তা অন্য লেখকের বই থেকে পড়তাম। এরপরেও কোনো টপিকে সমস্যা থাকলে সেগুলো অন্যরকম পাঠশালা অথবা টেন মিনিট স্কুল থেকে পড়তাম। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কনসেপ্ট বুঝে সিলেবাসের প্রতিটি টপিকসের ওপর দক্ষতা অর্জন করা।

ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে, শুরু থেকেই মনোযোগ দিয়ে সব টপিক বুঝে পড়বে। সেই সঙ্গে টপিকসের সব সূত্র নোট করে দেয়ালে টাঙিয়ে রাখলে বেশ ভালো হয়। রসায়নের জন্য সব বিক্রিয়াগুলো আলাদা নোট করে রাখতে পারো। এরপর একাধিক বই থেকে ফিজিকস ও গণিতের বিভিন্ন সমস্যা সমাধানের চর্চা চালিয়ে যাও। যেহেতু ভর্তি পরীক্ষায় প্রতিটি প্রশ্নের জন্য সময় অনেক কম থাকে, তাই খুব দ্রুত সমাধান করতে হয়। এজন্য প্রচুর চর্চা করতে হবে, যেন খুব দ্রুত সমাধান করতে পারা যায়।

এইচএসসির পর থেকেই ভর্তি পরীক্ষার আগপর্যন্ত যে সময় পাওয়া যায়, সেটা অনেক গুরুত্বপূর্ণ সময়। এ সময় বিগত বছরের প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করতে হবে। কেননা সচরাচর এসব প্রশ্নের রিপিট হয়ে থাকে। যারা কোচিং করছ, তাদের বলছি- কোচিং টেস্টগুলো ভালো না করলে হতাশ হওয়া যাবে না। আরো বেশি চর্চা করতে হবে। প্রতিনিয়ত নিজের সঙ্গে ভালো করার প্রতিযোগিতা করে যেতে হবে। চেষ্টা করতে হবে প্রতিটি দিনকে কাজে লাগানোর। দিন দিন যাতে দক্ষ হওয়া যায়, সেভাবে এগোতে হবে। সবশেষে বলব, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নিঃসন্দেহে কঠিন, তবে অসম্ভব কিছু নয়। যদি মনে হয় আমাকে চান্স পেতেই হবে, তাহলে আজ থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। ফেসবুক-টুইটার আড্ডাবাজি বাদ দিয়ে পড়ার টেবিলে বসতে হবে। বিশ্বাস রাখতে হবে, যদি একজনও চান্স পায়, সেটা অবশ্যই আমি পাব। সবার প্রতি শুভকামনা রইল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১