বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০১৮

প্রয়োজন নিয়মিত অনুশীলন

অদিতি ঘোষ সংরক্ষিত ছবি


আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয়, এখন পর্যন্ত জীবনের কোন সময়ে তুমি সবচেয়ে বেশি শিখেছ, আমি বলব- ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সময়ে। কারণ ওই সময়টুকুই শিখিয়েছে কীভাবে সময়কে কাজে লাগিয়ে অল্প সময়ে অনেক বিষয় পড়া যায় আর প্রতিটি মুহূর্তে নিজেই নিজেকে উৎসাহিত করা যায়। উচ্চমাধ্যমিক বইয়ের কিছু গৎবাঁধা প্রশ্ন মুখস্থ করে হয়তো ভাগ্যের জোরে কোনো রকমে এইচএসসি পার করা যায়; কিন্তু ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়া যায় না। সীমিত সময়ে অত্যধিক স্নায়ুচাপের মধ্যে নিজের সবটুকু জ্ঞানকে পরীক্ষার খাতায় তুলে ধরা অতটা সহজ নয়। এজন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন আর অধ্যবসায়।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়কালে আমরা নানারকম হতাশায় ভুগি। কোচিংয়ের পরীক্ষায় কম মার্কস পেয়ে, অন্যের প্রস্তুতির সঙ্গে নিজেকে তুলনা করে আমরা হয়ে পড়ি দিশাহারা। কিন্তু যদি নিজের লক্ষ্যে অবিচল থাকা যায়, তবে হতাশা অনেকটাই দূর হয়ে যায়।

আমার একটা অভিজ্ঞতা বলি। ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় প্রথমদিকের কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাইনি। খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমার আত্মবিশ্বাস তলানিতে চলে গিয়েছিল। তখন আমার পরিবার আমার পাশে দাঁড়ায়। বাকি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা যাতে আমি আত্মবিশ্বাসের সঙ্গে দিতে পারি, সেজন্য আমাকে প্রতিটি মুহূর্তে সাহস জুগিয়ে গেছেন পরিবারের সদস্যরা। তার ফলে আমি রুয়েট ভর্তি পরীক্ষা ২০১৭-তে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হই।

আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, মেয়েদের মেডিকেল আর ছেলেদের ইঞ্জিনিয়ারিং পড়া উচিত। মেয়েদের দ্বারা ইঞ্জিনিয়ারিং হয় না, পড়ে কী হবে। আমার  মনে হয়, আমি কোন বিষয়ে পড়ছি এবং ভবিষ্যতে কী করব, সেটা সম্পূর্ণই আমার যোগ্যতা আর ও  দক্ষতার ওপর নির্ভর করে। ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমার পরামর্শ থাকবে, তোমরা যে বিষয়েই পড় না কেন তা ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, নিজের পছন্দের বিষয় সম্পর্কে জানো, সে অনুযায়ী পরিকল্পনা করে নিজেকে প্রতিদিন একটু একটু করে তৈরি কর।

অদিতি ঘোষ

প্রথম বর্ষ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

মেধাতালিকায় স্থান : ০১

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১