বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৮

'অসুস্থ' খালেদা জিয়ার দেখা পাননি স্বজনরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছবি সংগৃহীত


কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেখা পেলেন না তার স্বজনেরা।  আজ শনিবার বিকেল ৫টার দিকে খালেদা জিয়া পরিবারের পাঁচ সদস্য কারাগারে প্রবেশ করেন। বিকেল ৬টার দিকে তারা কারাগার থেকে বের হয়ে আসেন।

কারাগার থেকে বের হয়ে খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম বলেন, আগে উপরে গিয়ে তার (খালেদা জিয়ার) রুমের পাশে করিডোরে দেখা করতাম। কিন্তু আজকে সে অসুস্থ জেনে এসেছি, পারমিশনও দেওয়া হয়েছে। কিন্তু উনি নামতে পারছেন না। আমাদেরও উপরে যেতে দিলো না। আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। ওর স্বাস্থ্যের জন্য আমরা উদ্বিগ্ন।

কারাগারে খালেদা জিয়াকে দেখতে যান তার বোন সেলিমা ইসলাম, সেলিমা ইসলামের স্বামী রফিকুল ইসলাম, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শারমিন জামান খান, খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন ও ভাগ্নি সাফিয়া ইসলাম।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে আছেন খালেদা জিয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১