আপডেট : ১৪ July ২০১৮
রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখন স্পেনে। তবে বিশ্বকাপের উত্তাপের মধ্যেই বাংলাদেশি কিছু গণমাধ্যমে খবর চাউর হয়, বাংলাদেশে আসছেন লিওনেল মেসি! ওইসব প্রতিবেদনে বলা হয়, ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে রোহিঙ্গাদের দেখতে আগামী ২২ জুলাই বাংলাদেশে আসছেন মেসি। তবে মেসির বাংলাদেশে আসার বিষয়টি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের যোগাযোগ ব্যবস্থাপক এএম সাকিল ফয়েজুল্লাহ। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এটা পুরোপুরি ভিত্তিহীন একটি খবর। বর্তমানে বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই মেসির। ইউনিসেফের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এবং তাদের সেখানকার ইউনিসেফ অফিসে যোগাযোগ করেও মেসির বাংলাদেশে আসার ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সাক্ষী হয়েছিলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেবার আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন মেসি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১