আপডেট : ১৪ July ২০১৮
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে আটকের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত দেড়টায় শান্তিনগরের বাসা থেকে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার মামা মিজানুর রহমান লিটন। তিনি জানান, মামুনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের কেউ জানেন না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, এ ধরনের কোনো খবর আমার কাছে নেই। এদিকে, হাসান মামুনকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নও এক বিবৃতিতে মামুন হাসানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিবৃতিতে তারা বলেন, মামুনকে হয়রানি ও নির্যাতনের উদ্দেশ্যে বিনা কারণে আটক করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১