আপডেট : ১৪ July ২০১৮
রামিজ আলি, কলকাতা থেকে আমরা সবাই সুখী হতে চাই। কিন্তু বেশিরভাগ মানুষই কোনো না কোনো কারণে অসুখী। কিন্তু এমনটা যদি হতো সুখের বড়ি গিলে ফেললেই সব দুঃখ ভুলে সুখী হওয়া যাবে তাহলে কেমন হতো! এমনই বিষয় নিয়ে ছবি বানালেন পরিচালক মৈনাক ভৌমিক। ছবির নাম ‘হ্যাপি পিল’। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, যার ডাক্তারি পড়তে পড়তে আর পড়া হয়নি। কেমিস্ট্রির প্রতি ভালোবাসা থেকে হঠাৎ আবিষ্কার করে ফেলে অদ্ভুত এক ওষুধ। সেই ওষুধের নামই ‘হ্যাপি পিল’। ছবিতে মহিলা সাংবাদিকের চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। পার্ণো মিত্র রয়েছেন ঋত্বিকের বোনের চরিত্রে। অন্যদিকে একজন ব্যর্থ ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন মীর। ২৭ জুলাই বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘হ্যাপি পিল’। ছবিটির প্রযোজনায় ক্যামেলিয়া প্রডাকশন। সম্প্রতি এক সন্ধ্যায় গড়িয়াহাটে অনুষ্ঠিত হয়েছে এ ছবির মিউজিক লঞ্চ। ছবিতে মোট তিনটি গান আছে। সুর দিয়েছেন স্যাভি। গানগুলো গেয়েছেন অনুপম রায়, রুপম ইসলাম ও মধুমৈন্তী বাগচী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১