বাংলাদেশের খবর

আপডেট : ১৩ July ২০১৮

রাহনুমা প্রকাশনীর সেরা ১২টি বই

রাহনুমার প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০-এর অধিক সংরক্ষিত ছবি


জীবনের বন্ধ দরজা-জানালা খুলে দেওয়ার জন্য বইয়ের বিকল্প নেই। মনের ও জ্ঞানের অন্ধকার দূর করে বই। বাংলাদেশে বই প্রকাশনার ইতিহাস অতি প্রাচীণ। গ্রন্থ প্রকাশনার প্রচীণ এ ধারা অন্যতম সৃজনশীল একটি প্রকাশনী- রাহনুমা প্রকাশনী। অল্প সময়ে বেশকিছু সৃজনশীল ও উন্নতমানের বই প্রকাশ করেছে প্রকাশনাটি। রাহনুমার প্রকাশিত প্রতিটি বই-ই সবার মানেই বিশুদ্ধ ভাষার মনোত্তীর্ণ বাঁধায়ে সুন্দর একটি উপস্থাপনা। রাহনুমার প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০-এর অধিক। এই প্রকাশনীর পাঠক নন্দিত সেরা ১২টি বইয়ের পরিচয় পাঠক সমীপে তুলে ধরা হলো-  

১. খাতামুন্নাবিয়্যান, দ্যা লাস্ট প্রফেট : নবী (সা.) আগমন করেছিলেন শ্রেষ্ঠ মানব হিসেবে। শান্তি, স্বস্তি ও শৃঙ্খলার পাথেয় নিয়ে। প্রিয় নবী (সা.)-এর তেইশ বছরের জীবন যেন উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ অগ্নিসাগরের মাঝখানে টলটলায়মান একটি ক্ষুদ্র দীপ। নবীজীর সিরাত নিয়ে ইংরেজি ভাষায় ‘খাতামুন্নাবিয়্যান, দ্যা লাস্ট প্রফেট’ বইটি লিখেছেন ড. এ এইচ এম মুজতবা হোসেন। বইটির পৃষ্ঠা সংখ্যা ৯৮২। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ৬০০ টাকা। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১৭ সালের মে মাসে।  

২. তারবিয়াতুস সালিক : এই গ্রন্থটি হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.)-এর ইসলাহী খিদমতের এক ব্যতিক্রমী উদ্যোগ। হজরতের সঙ্গে যাদের ইসলাহী সম্পর্ক ছিল, তারা নিজেদের হাল ও অভিব্যক্তি, সংশয় ইত্যাদি জানিয়ে হজরতের কাছে চিঠি লিখতেনন। পরবর্তী সময়ে বহু মানুষের অনুরোধে হজরত আশরাফ আলী থানভী (রহ.) সেসব চিঠিপত্র ও জবাব সংকলিত করেন এবং তার নাম নির্বাচন করেন ‘তারবিয়াতুস সালিক’। বইটি অনুবাদ করেছেন মাওলানা মাসউদুর রহমান। বইটির পৃষ্ঠা ৪৫৫। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ৭৫০ টাকা। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১১ সালে।  

৩. সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন : উম্মতে মোহাম্মদীর ওপর ওয়াজিব হলো সাহাবায়ে কেরামের জন্য ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করা। সোনালি যুগের স্বর্ণ মানুষ সাহাবাদের জীবনীবিষয়ক তথ্য নিয়ে অনবদ্য বই ‘সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন’। এ বইটি আরবি ভাষা-সাহিত্যের প্রবাদ পুরুষ ড. আবদুর রহমান রাফাত পাশার (রহ.) কালজয়ী রচনা সুওয়ারুম মিল হায়াতিস সাহাবার অনুবাদ। বইটি অনুবাদ করেছেন মাসউদুর রহমান। বইটির পৃষ্ঠাসংখ্যা ৭০৪। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ৩৫০ টাকা। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১৪ সালের এপ্রিল মাসে।  

৪. তাবেঈনদের ঈমানদীপ্ত জীবন : যারা আল্লাহর সকল ফয়সালায় পরিপূর্ণরূপে সমর্পিত, যারা অনুকূল-প্রতিকূল সব পরিস্থিতিতে আল্লাহর  প্রতি সন্তুষ্ট, সুখে-দুঃখে সর্বাবস্থায়ই যারা আল্লাহর হুকুম পালনে ছিলেন তৎপর- তারাই হলেন তাবেঈন।  ‘তাবেঈনদের ঈমানদীপ্ত জীবন’ বইটির মূল লেখক ড. আবদুর রহমান রাফাত পাশা। অনুবাদ করেছেন মাওলানা মাসউদুর রহমান। বইটির পৃষ্ঠা ৪৪৫। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ২২০ টাকা। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১১ সালের আগস্টে। আর সর্বশেষ ষষ্ঠ মুদ্রণ প্রকাশ হয়েছে ২০১৫ সালের নভেম্বর মাসে। 

৫. সীরাতে আয়েশা (রা.) : এই গ্রন্থে হজরত আয়েশা (রা.)-এর প্রাথমিক অবস্থা, শিক্ষা-দীক্ষা, সামাজিক ও দাম্পত্য জীবন, সৎ ছেলেমেয়ে ও সতীনদের প্রতি সদাচার, ইফকের ঘটনা, সংস্কারমূলক কার্যক্রম, কোরআনের ব্যুৎপত্তি, মাসায়েল-দক্ষতা, ইজতিহাদ-ক্ষমতা হাদিসে নববীর জ্ঞান, ফিকহ ও কিয়াসে অসাধারণ প্রতিভা, চিকিৎসাশাস্ত্রে পারদর্শিতা, বক্তৃতা ও কাব্যে মুন্সিয়ানা, জগতের নারীসমাজের প্রতি তার অবদান ইত্যাদি সব বিষয় আলোচিত হয়েছে। বিশেষ করে নারীসমাজ বইটি পড়ে উপকৃত হবেন। বইটির পৃষ্ঠা ৫১১। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ২৫০ টাকা। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।  

৬. গল্পে আঁকা মহীয়সী খাদিজা (রা) : এই গ্রন্থটিকে যদি বলা হয় একটি ঐতিহাসিক উপন্যাস, তাহলে ভুল বলা হবে না। উপন্যাসের প্রচলিত সংজ্ঞা এখানে ষোলোআনা না থাকলেও ইতিহাসের এ কাহিনী উপন্যাসের সেরা উপকরণ। মহীয়সী খাদিজা সীরাতের আকাশে এক জ্বলজ্বলে নক্ষত্র। এই দ্যোতিত নক্ষত্রের বৈভিক ঐশ্বর্যে প্রত্যেক পাঠকের হূদয়-মন বার বার আলোকিত হবে। বইটির মূল লেখক হচ্ছেন আবদুস সালাম আল আশরী মুহাম্মদ আবদুল গণী হাসান। অনুবাদ করেছেন ইয়াহইয়া ইউসুফ নদভী। বইটির পৃষ্ঠা ২২২। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ১৫০ টাকা । বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১৬ সালের আগস্ট মাসে।  

৭. সফরে হিজায : নির্দিষ্ট কিছু শর্ত পাওয়া গেলে প্রত্যেক মুসলমানের ওপর নামাজের মতো আরো একটি ফরজ বিধান হচ্ছে হজ আদায় করা। হজ আদায়ের জন্য কীভাবে মন ব্যাকুল হবে? জীবনের মুহূর্তগুলো দ্রুত নীরবে অতিক্রান্ত হয়ে যাচ্ছে। ‘সফরে হিজায’ মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদী (রা.)-এর হজের সফরনামা। বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি গ্রন্থ এটি। হজের এই সফরনামাটি পড়লে যে কারোরই ভালো লাগবে। বইটির পৃষ্ঠাসংখ্যা ৩৮৪। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ২২০ টাকা । 

৮. ফিরে এসো নীড়ে : নারী একই সঙ্গে মা, স্ত্রী, বোন ও শিক্ষক। তিনিই পারেন ইসলাম ও মুসলমানদের ক্রান্তিকালে কিছু একটা করতে। নারীর এমন গুরুত্বের বিষয়টিই তুলে ধরা হয়েছে ‘ফিরে এসো নীড়ে’ বইটির পাতায় পাতায়। বইটির ১৬টি অধ্যায়ে ইতিহাসে নারী, ইসলামে নারীর মর্যাদা ও ইতিহাসে মুসলিম নারীর অনন্য দৃষ্টান্তের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। বইটির পৃষ্ঠাসংখ্যা ৩৫২। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ২০০ টাকা। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে। 

৯. নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ : নবী (সা.) ব্যক্তি ও সমাজ জীবনের এমন এক পূর্ণাঙ্গ জীবনবিধান রচনা করেছেন- মানুষ যদি ওই আইন ও মূলনীতি অনুসরণ করে, তাহলে আজো ইসলামের সমাজ ব্যবস্থা পৃথিবীর সব কথিত উন্নত সমাজ ব্যবস্থাকে ছাড়িয়ে যাবে। ‘নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ’ বইটির মূল লেখক মাওলানা আসীর আদরবী আর অনুবাদ করেছেন মুহাম্মদ যাইনুল আবিদীন। বইটির পৃষ্ঠা ৪৬৩। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ২৫০ টাকা । বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১৮ সালে। 

১০. বড় যদি হতে চাও : এটি মূলত গল্পের ভাঁজে ভাঁজে বড় হওয়ার সিঁড়ির সন্ধান। অতঃপর কোথাও ধাক্কা কোথাও আকর্ষণ এবং সত্যিকারে বড় হওয়ার মর্ম সম্পর্কে সরল সহজ বয়ান। বইটিতে মাওলানা উবায়দুর রহমান খান নদভী ও মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভীর অভিমত রয়েছে। বইটি লিখেছেন মুহাম্মদ যাইনুল আবিদীন। বইটির পৃষ্ঠা ২১৪। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ১৫০ টাকা। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১৭ সালে।  

১১. হিন্দু ধর্ম ও ইসলাম : হিন্দু ধর্ম ও ইসলাম- এ দুটি প্রধান ধর্মের অনুসারীরা বহুকাল থেকে দক্ষিণ এশীয় উপমহাদেশে বাস করছেন প্রতিবেশী হিসেবে। কিন্তু একে অপরের ধর্ম সম্পর্কে জানাজানির তেমন কোনো চেষ্টা কখনো হয়েছে বলে মনে হয় না। ‘হিন্দু ধর্ম ও ইসলাম’ বইটিতে মানব জীবনে ধর্মের প্রয়োজনীয়তা এবং হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মৌলিক উপাদান, ধর্মগ্রন্থ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি লিখেছেন মুরতাহিন বিল্লাহ জাসির ফযলী। বইটির পৃষ্ঠা ২৭১। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ১৫০ টাকা । বইটি প্রকাশিত হয়েছে ২০১৭ সালের মার্চ মাসে।   

১২. দাওয়াত ও তাবলীগ, উসূল ও আদাব : দাওয়াত ও তাবলীগ : উসূল ও আদাব বইটি তাফসিরে মায়ারেফুল কোরআন থেকে সংকলিত। বইটির লেখক হচ্ছেন মুফতি শফী (রহ.)। অনুবাদ করেছেন মুফতি হেদায়াতুল্লাহ। বইটির পৃষ্ঠা ৩১০। ৫০% কমিশনে বইটির বিক্রি মূল্য ১৬০ টাকা। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১৪ সালের মার্চ মাসে। আর সর্বশেষ চতুর্থ মুদ্রণ প্রকাশ হয়েছে ২০১৭ সালের অক্টোবর মাসে। 

রাহনুমা প্রকাশনীর সব বই সংগ্রহ করতে পারবেন www. rahnumabd.com ওয়েবসাইট থেকে। অথবা কল করতে পারেন এই  ০১৭৬২-৫৯৩৩৪৯ অথবা ০১৯৭২-৫৯৩৩৪৯ নম্বরে। প্রকাশনীর ঠিকানা- ইসলামী টাওয়ার, ৩২/এ আন্ডারগ্রাউন্ড, বাংলাবাজার, ঢাকা-১১০০। 

ওয়ালি উল্লাহ সিরাজ  

কন্ট্রিবিউটর, পথ ও পাথেয় 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১