আপডেট : ১৩ July ২০১৮
মাঠে বিশ্বকাপের খেলা চলছে। স্টেডিয়ামের গ্যালারিতে নেচে-গেয়ে উল্লাস করছেন সুন্দরী নারীরা। টিভি ক্যামেরার লেন্স তো তাদের খুঁজে নেবেই। এটাই তো স্বাভাবিক। রাশিয়া বিশ্বকাপেও এর ব্যতিক্রম হচ্ছে না। ফুটবল খেলার সঙ্গে নানা রঙের সাজে নারী দর্শকদেরও দেখা মিলছে জায়ান্ট স্ক্রিন বা টিভিপর্দায়। ফুটবলের বিশ্বমঞ্চের এবারের আসরে সম্প্রচারকারীরা এ নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। নারী ভক্তদের ওপর বেশি মনোযোগী হওয়ায় বিশ্বকাপ সম্প্রচারকারীদের এ কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তাই ফিফাও নড়েচড়ে বসেছে। এ ধরনের কাণ্ডকে যৌনতা উসকে দেওয়ার অনুষঙ্গ হিসেবে দেখছে ফিফা। দর্শকদের মধ্য থেকে বেছে বেছে আবেদনময়ী ও আকর্ষণীয় নারীদের ক্যামেরার লেন্সে খুব কাছে টেনে নেওয়া বন্ধ করতে ব্রডকাস্টার কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফার ডাইভারসিটি বস ফেদেরিকো অ্যাডিয়েচি বলেন, ‘সতর্ক করতে প্রতিটি ব্রডকাস্টারকে আমরা নির্দেশ দিয়েছি। আমাদের আয়োজক ব্রডকাস্ট সার্ভিসও নির্দেশটা পেয়েছে।’ বৈষম্যবিরোধী গ্রুপ ফেয়ার নেটওয়ার্ক জানিয়েছে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে লিঙ্গবৈষম্যের ৩০টির বেশি ঘটনা তাদের চোখে পড়েছে। বিশ্বকাপ শুরুর আগে ধারণা করা হয়েছিল, সমকামিতা ও বর্ণবাদ দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু যৌনবৈষম্যই রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরুষ সমর্থকরা উত্ত্যক্ত করছেন রুশ নারীদের। এমন ঘটনা ধরা পড়েছে কমপক্ষে দশবার। নারী প্রতিবেদকদের জড়িয়ে ধরা কিংবা চুমু দেওয়ার ঘটনাও ঘটেছে এবারের বিশ্বকাপে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১