আপডেট : ১২ July ২০১৮
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে চান্দিনা কলেজ রোডে এ ঘটনা ঘটে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এলডিপি মহাসচিব ও চান্দিনার সাবেক সংসদ সদস্য রেদোয়ান আহমেদ জানান, হামলায় গাড়ির পেছনের কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার বেলা ১টার দিকে রেদোয়ান আহমেদ কলেজের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে চান্দিনা কলেজ রোডে অলি আহমদের ওপর এই হামলা হয়। কলেজের একটি নতুন ভবন উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসছিলেন তিনি (অলি)। চান্দিনা কলেজ রোডে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সরকারদলীয় সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে চান্দিনা থানার ওসি মুহাম্মদ শামছুল ইমলাম বলেন, ‘প্রচণ্ড ভিড়ের মধ্যে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১