আপডেট : ১২ July ২০১৮
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, আমি এখনও আশা করি, বিএনপি নির্বাচনে আসবে। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব। নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভালো থাকবে। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন সিটির নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।৩০ জুলাই তিন সিটির ভোট সামনে রেখে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি বলেন, 'বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছি। সভায় নির্বাচনগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছি। তাদের কথাও শুনেছি। আমরা আশা করি, তিন সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।' আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সিইসি বলেন, ‘অভিযোগ যাতে না আসে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সচেতন। আর অভিযোগ তো আসবেই। অভিযোগ এলেও সেটা কতখানি সত্য, সেটা তো তদন্তের বিষয়।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১