বাংলাদেশের খবর

আপডেট : ১২ July ২০১৮

মুন্সীগঞ্জে ১ লাখ ৯৩ হাজার ৭৭৪ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক কর্মশালার আয়োজন করেন মুন্সীগঞ্জসিভিলসার্জন ছবি : বাংলাদেশের খবর


আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক কর্মশালার আয়োজন করেন মুন্সীগঞ্জসিভিলসার্জন। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সভাকক্ষে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জে ১ লাখ ৯৩ হাজার ৭৭৪ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ২৪ হাজার ৯৪৮ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১ লাখ ৬৮ হাজার ৮২৬ জন। আগামী শনিবার এ টিকাদান কর্মসূচি পালিত হবে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, জেলার স্থায়ী ৬টি, অস্থায়ী ১ হাজার ৬০৬টি এবং ভ্রাম্যমান ২৩টি সহ মোট ১ হাজার ৬৩৫টি কেন্দ্রে ২০৬ জন স্বাস্থ্য সহকারি, ২১৭ জন পরিবার কল্যান সহকারি, ১১২ সিএইচসিপি (কম্যুনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) ও ৩২৭০ জন স্বেচ্ছা সেবকসহ মোট ৩ হাজার ৮০৫ জন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা প্রদান করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১