বাংলাদেশের খবর

আপডেট : ১২ July ২০১৮

ভাঙল না ৮৪ বছরের রেকর্ড

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮ ছবি : ইন্টারনেট


রাশিয়া বিশ্বকাপ ফুটবলে নতুন দুটি দল ফাইনাল খেলুক- এমন চাওয়া ছিল অনেকের। চমক আর অঘটনের বিশ্বকাপে কত কিছুই তো হলো। কিন্তু এ চাওয়াটা পূর্ণ হলো না নিখাদ ফুটবল ভক্ত-সমর্থকদের। আর তাতে অক্ষত থাকল ৮৪ বছরের এক বিরল রেকর্ড। কারণ এ সময়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দেখা মেলেনি নতুন কোনো দলের। মানে কখনোই ফাইনাল খেলা হয়নি এমন দুটি দল।

রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলার সম্ভাবনা জাগিয়েছিল নতুন দুটি দল বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। কিন্তু প্রথম সেমিতে ফ্রান্সের কাছে হেরেছে বেলজিয়াম। গতকাল দ্বিতীয় সেমির ম্যাচে ক্রোয়েশিয়া জিতলেও কাজে দেবে না তা। কারণ তখন ফাইনাল হবে পুরনো ও নতুন একটি দলের। ক্রোয়েশিয়া হেরে থাকলে ফাইনালের লড়াই হবে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে। তার মানে দীর্ঘদিনের রেকর্ডটি এবারো ভাঙল না।

বিশ্বকাপ ফুটবলের যাত্রা ১৯৩০ সালে। ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। প্রথম বিশ্বকাপ বলে দুটি দলই নতুন। পরের বার, মানে ১৯৩৪ বিশ্বকাপ ফাইনালেও খেলে নতুন দুটি দল, ইতালি ও চেকোস্লোভাকিয়া। এর পর থেকে আজ পর্যন্ত কোনো বিশ্বকাপের ফাইনালে নতুন কোনো দলের দেখা মেলেনি।

যদিও গত ৯৪ বছরে এমন সম্ভাবনা তৈরি হয়েছিল মোট ৯ বার। কিন্তু প্রতিবারই আগে ফাইনাল খেলা কোনো দল উঠে এসেছিল শিরোপার লড়াইয়ে। শেষবার এমন সম্ভাবনা দেখা দিয়েছিল ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে। সেমিতে উঠে এসেছিল তুরস্ক ও দক্ষিণ কোরিয়া। কিন্তু পারেনি দল দুটি। ফাইনাল খেলেছিল জার্মানি ও ব্রাজিল।

১৯৩৪-এর মতো এমন সম্ভাবনা দেখা গিয়েছিল ১৯৩৮ বিশ্বকাপেই। কিন্তু সেমিতে উঠলেও ফাইনাল খেলা হয়নি ব্রাজিল ও সুইডেনের। ১৯৫০-এ স্পেন ও সুইডেনের পরিণতি একই। ১৯৬২ বিশ্বকাপে চিলি ও যুগোস্লাভিয়া, ১৯৬৬-এ পর্তুগাল-সোভিয়েত ইউনিয়নও তাই। ১৯৭৪ বিশ্বকাপে নতুন দল হিসেবে ফাইনালে উঠে এসেছিল নেদারল্যান্ডস। কিন্তু পারেনি পোল্যান্ড। ফলে ফাইনালে লড়াই হয়েছিল জার্মানি ও নেদারল্যান্ডসের।

একইভাবে ১৯৮২ বিশ্বকাপে পোল্যান্ড-ফ্রান্স ও ১৯৮৬-তে ফ্রান্স-বেলজিয়াম সেমিতে উঠলেও খেলা হয়নি ফাইনাল। সর্বশেষ সংযোজন ২০০২ বিশ্বকাপে তুরস্ক-দক্ষিণ কোরিয়া। এরও ১৬ বছর পর রাশিয়া বিশ্বকাপে উঁকি দিয়েছিল নতুন দুটি দলের ফাইনাল খেলার সম্ভাবনা। কিন্তু সেই সম্ভাবনাও ভেস্তে গেল। আর তাতে অস্পর্শ থাকল ৮৪ বছরের রেকর্ড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১