আপডেট : ১২ July ২০১৮
রাশিয়া বিশ্বকাপ ফুটবলে নতুন দুটি দল ফাইনাল খেলুক- এমন চাওয়া ছিল অনেকের। চমক আর অঘটনের বিশ্বকাপে কত কিছুই তো হলো। কিন্তু এ চাওয়াটা পূর্ণ হলো না নিখাদ ফুটবল ভক্ত-সমর্থকদের। আর তাতে অক্ষত থাকল ৮৪ বছরের এক বিরল রেকর্ড। কারণ এ সময়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দেখা মেলেনি নতুন কোনো দলের। মানে কখনোই ফাইনাল খেলা হয়নি এমন দুটি দল। রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলার সম্ভাবনা জাগিয়েছিল নতুন দুটি দল বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। কিন্তু প্রথম সেমিতে ফ্রান্সের কাছে হেরেছে বেলজিয়াম। গতকাল দ্বিতীয় সেমির ম্যাচে ক্রোয়েশিয়া জিতলেও কাজে দেবে না তা। কারণ তখন ফাইনাল হবে পুরনো ও নতুন একটি দলের। ক্রোয়েশিয়া হেরে থাকলে ফাইনালের লড়াই হবে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে। তার মানে দীর্ঘদিনের রেকর্ডটি এবারো ভাঙল না। বিশ্বকাপ ফুটবলের যাত্রা ১৯৩০ সালে। ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। প্রথম বিশ্বকাপ বলে দুটি দলই নতুন। পরের বার, মানে ১৯৩৪ বিশ্বকাপ ফাইনালেও খেলে নতুন দুটি দল, ইতালি ও চেকোস্লোভাকিয়া। এর পর থেকে আজ পর্যন্ত কোনো বিশ্বকাপের ফাইনালে নতুন কোনো দলের দেখা মেলেনি। যদিও গত ৯৪ বছরে এমন সম্ভাবনা তৈরি হয়েছিল মোট ৯ বার। কিন্তু প্রতিবারই আগে ফাইনাল খেলা কোনো দল উঠে এসেছিল শিরোপার লড়াইয়ে। শেষবার এমন সম্ভাবনা দেখা দিয়েছিল ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে। সেমিতে উঠে এসেছিল তুরস্ক ও দক্ষিণ কোরিয়া। কিন্তু পারেনি দল দুটি। ফাইনাল খেলেছিল জার্মানি ও ব্রাজিল। ১৯৩৪-এর মতো এমন সম্ভাবনা দেখা গিয়েছিল ১৯৩৮ বিশ্বকাপেই। কিন্তু সেমিতে উঠলেও ফাইনাল খেলা হয়নি ব্রাজিল ও সুইডেনের। ১৯৫০-এ স্পেন ও সুইডেনের পরিণতি একই। ১৯৬২ বিশ্বকাপে চিলি ও যুগোস্লাভিয়া, ১৯৬৬-এ পর্তুগাল-সোভিয়েত ইউনিয়নও তাই। ১৯৭৪ বিশ্বকাপে নতুন দল হিসেবে ফাইনালে উঠে এসেছিল নেদারল্যান্ডস। কিন্তু পারেনি পোল্যান্ড। ফলে ফাইনালে লড়াই হয়েছিল জার্মানি ও নেদারল্যান্ডসের। একইভাবে ১৯৮২ বিশ্বকাপে পোল্যান্ড-ফ্রান্স ও ১৯৮৬-তে ফ্রান্স-বেলজিয়াম সেমিতে উঠলেও খেলা হয়নি ফাইনাল। সর্বশেষ সংযোজন ২০০২ বিশ্বকাপে তুরস্ক-দক্ষিণ কোরিয়া। এরও ১৬ বছর পর রাশিয়া বিশ্বকাপে উঁকি দিয়েছিল নতুন দুটি দলের ফাইনাল খেলার সম্ভাবনা। কিন্তু সেই সম্ভাবনাও ভেস্তে গেল। আর তাতে অস্পর্শ থাকল ৮৪ বছরের রেকর্ড।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১