আপডেট : ১১ July ২০১৮
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবল দলকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। একই দিনে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি-ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আর এই জয়কে গুহা থেকে জীবিত ফিরে আসা ১২ ফুটবলারকে উৎসর্গ করেছেন ফরাসি তারকা ফুটবলার পল পগবা। গুহায় আটকে পড়া কিশোর ফুটবল দলের শেষ ৫ সদস্যকে গতকাল জীবিত উদ্ধারের মাধ্যমে শেষ হয় বিশ্বব্যাপী সাড়া জাগানো এই উদ্ধার অভিযান। দলটি ১৮দিন আটকে ছিল থাইল্যান্ডের পাহাড়ী অঞ্চলের একটি সরু গুহার মধ্যে।রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পগবা টুইট বার্তায় লিখেছেন, ‘আজকের এই জয়টিকে গুহা ফেরত কিশোর হিরোদের উৎসর্গ করলাম। ছেলেরা দারুণ দেখিয়েছ। তোমরা খুবই শক্তিশালী।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১