আপডেট : ১১ July ২০১৮
টানা একমাস আন্দোলনের পর সরকারের আশ্বাসে অনশন স্থগিত করলেন ননএমপিওভুক্ত শিক্ষকরা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান। সোমবার বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অনশনরত শিক্ষকদের পান করিয়ে অনশন ভাঙেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা গেল ১ মাস ধরে আন্দোলন করে আসছিল। পরে গত ১৭ দিন ধরে তারা আমরণ কর্মসূচি পালন শুরু করে। এতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষক। এসময় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আপনাদের দাবির যৌক্তিকতা আছে। প্রধানমন্ত্রী সংসদে আপনাদের বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। আমরা আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে। এর আগে বুধবার সকালে আন্দোলনকারী শিক্ষকদের ৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আন্দোলন স্থগিতের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এসময় তার আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষক নেতারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১