আপডেট : ১১ July ২০১৮
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড মো. আবদুল হাইকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে নিয়োগ দিয়েছে। মো. আবদুল হাই একজন অভিজ্ঞ এবং পেশাদার ব্যাংকার। দীর্ঘ ৩৯ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি জনতা ব্যাংকে অফিসার ও ইউসিবিএল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্ণিল এই পেশাগত যাত্রায় তিনি তার স্বকীয়তা ও মেধা নিয়ে প্রত্যেকটি কর্মক্ষেত্রে উন্নয়নের নতুন মাত্রা যোগ করে আসছেন। হাই দেশ-বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন ট্রেনিং ও সভা-সেমিনারে অংশগ্রহণপূর্বক অগাধ অভিজ্ঞতা অর্জন করেন। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম বলেন, ‘আমি আশা করি, মো. আবদুল হাই, তার পূর্ব অভিজ্ঞতাকে কাজে প্রয়োগ করে নতুনভাবে অর্পিত এই দায়িত্ব নিপুণভাবে পালন করবেন এবং ব্যাংকের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবেন।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১