আপডেট : ১১ July ২০১৮
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আজ বুধবার চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম গতকাল মঙ্গলবার জানান, আজ সকাল ১০টায় হজ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে প্রথম দুই ফ্লাইটের ৮ শতাধিক সরকারি হজযাত্রী ক্যাম্পে রিপোর্ট করেছেন। তিনি আরো জানান, উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্মসচিব আনিছুর রহমান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া, মহাসচিব শাহাদাত হোসেন তছলিমসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে হজ ক্যাম্পকে নানাভাবে সজ্জিত করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। ক্যাম্প এলাকায় র্যাব, পুলিশ, ডিবি ও সাদা পোশাকে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী নিয়মিত টহল দিচ্ছেন। রেলগেট থেকে হজ ক্যাম্পের শেষ সীমানা পর্যন্ত ফুটপাথের দোকানপাট তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া হাজীদের সহায়তায় প্রস্তুত রয়েছেন ৪০ স্বেচ্ছাসেবক। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন। আগামী ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। সেদিনও ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হজযাত্রীদের শেষ ফ্লাইট ১৫ আগস্ট। হজ শেষে ফিরতি প্রথম ফ্লাইট ২৭ আগস্ট এবং ২৫ সেপ্টেম্বর ফিরতি শেষ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন হজযাত্রী পরিবহন করবে। সৌদি এয়ারলাইনস (সাউদিয়া) ১৮৮টি ফ্লাইটে পরিবহন করবে ৬১ হাজার ৮৩১ জন হজযাত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১