বাংলাদেশের খবর

আপডেট : ১০ July ২০১৮

ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হচ্ছে না মাশরাফির

মাশরাফি বিন মুর্তজা সংরক্ষিত ছবি


এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে যেন শনির দশা বাংলাদেশের! প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ সম্ভবত ওয়ানডে সিরিজে পাচ্ছে না মাশরাফি বিন মুর্তজাকে। স্ত্রীর অসুস্থতার কারণে ক্যারিবিয়ান সফরে যাওয়ার সম্ভাবনা কম ওয়ানডে অধিনায়কের।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘মানবিক কারণেই মাশরাফির যাওয়াটা ঠিক হবে না। তার স্ত্রী গুরুতর অসুস্থ। স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি না হলে মাশরাফির পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে না। তবে এটা এখনও নিশ্চিত নয়। বুধবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো আমরা।’

কয়েক দিন ধরে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাশরাফি। কিন্তু স্ত্রীর অসুস্থতার কারণে তিনি এখন দোটানায়। শনিবার গভীর রাতে মাশরাফি সহ ওয়ানডে দলের ৭ ক্রিকেটারের ক্যারিবিয়ানের পথে রওনা হওয়ার কথা।

মাশরাফির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি না হলে শনিবার তিনি যাচ্ছেন না। তবে ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ জুলাই, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কয়েক দিন অপেক্ষা করতে চান বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক।

মাশরাফির স্ত্রী সুমি দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন। তার রক্তে খারাপ ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা পড়েছে। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া স্ত্রীর পাশে থাকতে কয়েক দিন ধরে জিম আর অনুশীলন করতে পারছেন না মাশরাফি।

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের ওয়ানডে তিনটি হবে ২২, ২৫ ও ২৮ জুলাই। এর আগে ১৯ জুলাই একটি একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ দল। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১