আপডেট : ১০ July ২০১৮
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধার অভিযানের তৃতীয় দিন আরও তিনজনকে বের করা হয়েছে। এ নিয়ে মোট ১১ জনকে গুহা থেকে উদ্ধার করে আনা সম্ভব হলো। গত ২৩ জুন একটি থাই কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশের পর আটকা পড়ে। রোববার থেকে তাদের বের করে আনা শুরু হয়। ওই দিন চার জন্য এবং পরের দিন চারজনসহ এখন পর্যন্ত মোট ১১ কিশোরকে গুহা থেকে বের করে আনা সম্ভব হলেও তাদের কাউকেই জনসমক্ষে আনা হয়নি। তবে এটা বলা হয়েছে যে তারা প্রত্যেকেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছে। সোমবার সন্ধ্যায় চারজনকে গুহা থেকে বের করে আনার পর তাদের স্ট্রেচারে করে পাশের চিয়াং রায়ে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে রোববার উদ্ধার করা হয় আরো চার কিশোরকে। তাদের সবাইকে আরো অন্তত সাত দিন হাসপাতালে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১