আপডেট : ১০ July ২০১৮
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকায় আগুন ধরা চলন্ত ট্রাকে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত এবং তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোটরসাইকেলের চালক ও আরোহী নুরুল ইসলাম (৩৫) ও আবদুল লতিফ খান (৪৫)। নিহত ট্রাকচালকের পরিচয় মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়ার পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাঁশখালীর শেখেরখিল রাস্তার মাথায় চলন্ত ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল গিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খেলে দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটির সামনে বসা অবস্থায় চালকসহ চারজন এ সময় অগ্নিদগ্ধ হন। এতে চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। অগ্নিদগ্ধ অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁশখালী থানার এসআই নুরুন্নবী জানান, দুর্ঘটনার পরপরই হতাহত ট্রাকচালক ও মোটরসাইকেল আরোহীদের বাঁশখালী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া নুরুল কবির (২০), নুরুল আলম (২২) ও সালামত উল্লাহ (৪২) নামে অগ্নিদগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১