আপডেট : ০৯ July ২০১৮
গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে রিপন নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিপন ময়মনসিংহের ভালুকা থানার জামিরাপাড়া এলাকার হোসেন আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। রোববার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, রাতে মেম্বারবাড়ি এলাকায় একটি ট্রাক টার্নিং নিচ্ছিল। এ সময় ওই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দু’জন। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১