বাংলাদেশের খবর

আপডেট : ০৯ July ২০১৮

দেশের সর্ববৃহৎ ইসলামিক পাবলিক লাইব্রেরি

এখানে প্রায় ছয় হাজার শিরোনামের বিভিন্ন ভাষার বহু গ্রন্থ রয়েছে সংরক্ষিত ছবি


ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর গবেষণাসহ সর্বস্তরের জনগণের মধ্যে ইসলামী জ্ঞান বিকাশের সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরির কার্যক্রম শুরু হয়। ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরিটি বর্তমানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ-পূর্ব কোণে সাহানের ওপর অবস্থিত। লাইব্রেরিটিতে হজরত উসমান (রা)-এর সময়ের হাতে লেখা পবিত্র কোরআন শরীফ ‘মাসহাফে উসমানী’র ছায়ালিপি, রাজশাহী জেলার বাসিন্দা স্কুলশিক্ষক মোহাম্মদ হামিদুজ্জামানের হস্তলিখিত ৬১ কেজি ওজনের ১১০০ পৃষ্ঠার উপমহাদেশের সর্ববৃহৎ পবিত্র কোরআনুল কারীম, চট্টগ্রামের বাসিন্দা জনৈক মফিদুল হক নুরী লিখিত কোরআনের ছায়ালিপি, পৃথিবীর সবচেয়ে ছোট কোরআন শরীফ, অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতির কোরআন শরীফ, বিভিন্ন ভাষার কোরআনের অনুবাদ তাফসির গ্রন্থ, হাদিস গ্রন্থ, ইসলামী সাহিত্য, ইসলামী আইন, ইসলাম ও বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, ইসলামী অর্থনীতি, ইসলামী দর্শন, ইসলামের ইতিহাস, বিভিন্ন ভাষায় অভিধান ও ২৬ খণ্ডের বৃহত্তম বিশ্বকোষ, ১৪ খণ্ডের সিরাত বিশ্বকোষ এবং শিশু সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রায় দুই লাখ পুস্তক ও পুস্তিকা রয়েছে। লাইব্রেরিটি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক পাবলিক লাইব্রেরি হিসেবে পরিচিত।

ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরির পরিচালক হাজেরা খাতুন জানান, ‘ইসলামের প্রচার প্রসারের লক্ষ্যে ১৯৭৫ সালের ২২ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশ বলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। একই বছর ২৮ মার্চ ইসলামিক ফাউন্ডেশন অ্যাক্ট প্রণীত হয়। প্রতিষ্ঠার পর পরই সর্বস্তরের জনগণের মধ্যে ইসলামী জ্ঞান প্রচারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরি কার্যক্রম শুরু হয়। এটি একটি ঐতিহ্যবাহী লাইব্রেরি। এখানে প্রায় ছয় হাজার শিরোনামের বিভিন্ন ভাষার বহু গ্রন্থ রয়েছে। এই লাইব্রেরিতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের গবেষকরা আসেন এবং গবেষণালব্ধ সময় কাটান। শুধু গবেষকরা নয়, দেশ-বিদেশের বিভিন্ন ভাষাভাষী পর্যটকরাও এই লাইব্রেরি পরিদর্শনে আসেন। নানান ভাষার গ্রন্থের পাশাপাশি আমাদের এখানে সমৃদ্ধ একটি পত্রিকা কর্নার রয়েছে, যেখানে মাসিক, সাপ্তাহিক, দৈনিকসহ বিভিন্ন সাময়িকী মিলিয়ে দেশি-বিদেশি প্রায় ৫০টি পত্র-পত্রিকা রাখা হয়। লাইব্রেরি ভবনের নিচ তলায় বাংলাদেশের কৃষ্টি-কালচার ও ইসলামী কৃষ্টি-কালচারের সমন্বয়ে সৌন্দর্যমণ্ডিত একটি প্রদর্শনী হল রয়েছে। যেখানে আল্লাহ মহানের ৯৯টি গুণবাচক নামের ৩৫টি পোস্টার ও রসুল (সা.)-এর জীবনীমূলক ১৩টি পোস্টার রয়েছে। লাইব্রেরির নিজস্ব ওয়েবসাইট রয়েছে। পাঠক ও গবেষকদের জরুরি প্রয়োজনে গ্রন্থের ফটোকপি প্রদানের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় ও জেলা লাইব্রেরির জন্য পুস্তক সংগ্রহ এবং পাঠকসেবা বৃদ্ধিমূলক একটি উন্নয়ন প্রকল্প ২০১৬-১৯ মেয়াদে চলমান রয়েছে।’ এ বিষয়ে আরো কথা হয় ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরির সহকারী লাইব্রেরিয়ান শহীদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশ-বিদেশের গবেষকদের প্রয়োজনীয় আরবি, ইংরেজি ও বাংলাসহ বিভিন্ন গ্রন্থের চাহিদা মিটিয়ে আসছে ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরি। এটি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ ও সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক পাবলিক লাইব্রেরি। গ্রন্থ অধ্যয়নের পাশাপাশি লাইব্রেরিতে থাকা বৃহৎ কোরআনটি দেখার জন্য বহু পর্যটক এখানে আসেন। সুখবর হলো— ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী এই লাইব্রেরিতে থাকা দুর্লভ গ্রন্থগুলোর অনলাইন ভার্সন তৈরির মহৎ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে সারা বিশ্বের যেকোনো স্থান থেকে গবেষক ও বইপ্রেমী মানুষ আমাদের লাইব্রেরির বই পড়ে উপকৃত হবে।’ লাইব্রেরিটি শনিবার বন্ধ থাকে। সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত এবং শুক্রবার ও রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১