আপডেট : ০৯ July ২০১৮
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে ও তার নি:শর্ত মুক্তির দাবিতে সারা দেশের কর্মসুচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে জেলা বিএনপির আয়োজনে প্রতিকী অনশন করেছে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকমীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন লৌহজং উপজেলার সভাপতি শাজাহান খান, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ,শ্রীনগর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল¬ ইসলাম শহিদ,জেলা যুবদলের সভাপতি সুলতাল হোসেন, সাধারন সম্পাদক সালাম মোল্লা, সহ-সভাপতি মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম তুষার, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ন আহম্মেদ সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আওলাদ হোসেন উজ্জল প্রমুখ।
সোমবার বেলা সাড়ে ১০টার থেকে সাড়ে ১১ টা পযন্ত মুন্সীগঞ্জ শহরস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নিচে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করে। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়া উপদেষ্ঠা আলহাজ্জ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১