আপডেট : ০৯ July ২০১৮
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনের দিন ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অভিজ্ঞ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ নিয়ে এ পর্যন্ত প্রধান তিন রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থী বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হলেন। এর আগে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস মতবিনিময় সভা করেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মতবিনিময়কালে বিএনপি প্রার্থীকে উদ্দেশ করে বলেন, আমি এমন একজন অভিজ্ঞ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছি যিনি চারবার সংসদ সদস্য ও একবার সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন। প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী বিএনপির মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি তাকে ‘কাকু’ বলে সম্বোধন করি। মতবিনিময় সভায় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা আমার কাজকর্মের সমালোচনা করুন। ভালো কাজ করলে লিখুন আর খারাপ কাজ করলে তাও পত্রিকার পাতায় লিখুন। বরিশালবাসীর স্বার্থে যেটি ভালো হয় সেভাবেই লিখবেন। বিগত দিনে আমি যা বলেছি তাই করতে চেষ্টা করেছি তা আপনারা দেখেছেন। ভবিষ্যতেও তাই করব। বরিশালবাসীর সেবা করে যাব। মতবিনিময়ের সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ দলীয় অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের আগে আনুষ্ঠানিকভাকে প্রর্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন না বলে নির্বাচনী আচরণ বিধিমালায় উল্লেখ থাকলেও এ ক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা কৌশল অবলম্বন করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দলীয় প্রার্থীরা নিজ নিজ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে করছেন ঘরোয়া বৈঠক, বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় সভা। বরিশাল নগরীর সচেতন ভোটারগণ মেয়র প্রার্থীদের কর্মিসভা, গণসংযোগ, সৌজন্য সাক্ষাতে ভোট চাওয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে মনে করছেন। প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় কৌশলগত কারণে কেউ কারো বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনছেন না। এ প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও দলীয় মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মুখপাত্র অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, তাদের প্রার্থী আচরণবিধি মেনেই গণসংযোগ ও দোয়া কামনা করছেন। মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, তাদের প্রার্থী মজিবর রহমান সরোয়ার এর আগেও বরিশাল সদর-৫ আসন থেকে চারবার সংসদ সদস্য এবং বরিশাল সিটি করপোরেশন থেকে একবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে তিনি সবকিছুই ভালোভাবে ওয়াকিবহাল। আচরণবিধি মেনেই তিনি গণসংযোগ-কর্মিসভা করছেন। এদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুল জানান, তাদের প্রার্থী ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন ওয়ার্ডে কর্মিসভা ও গণসংযোগ করেছেন। আচরণবিধি অনুসরণ করে দোয়া, গণসংযোগ ও সাক্ষাৎ করে যাচ্ছেন তিনি। এসব বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মেয়র প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন বলে তাদের কাছেও খবর রয়েছে। কিন্তু কোনো পক্ষই অভিযোগ করেনি এখন পর্যন্ত। তাৎক্ষণিকভাবে প্রচারণার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় না। আগামীকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে মেনে চলার তাগিদ দেওয়া হবে বলে রিটার্নিং কর্মকর্তা জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১