আপডেট : ০৯ July ২০১৮
১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হলেও ব্যক্তিগত পুরস্কার প্রবর্তন হয় ১৯৮২ সাল থেকে। স্পেনে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ থেকে চালু হয় সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’ আর সর্বোচ্চ গোলদাতাকে ‘গোল্ডেন শু’ দেওয়ার রেওয়াজ শুরু হয় একই বিশ্বকাপে। আর ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে ‘গোল্ডেন শু’র বদলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের নাম দেওয়া হয় ‘গোল্ডেন বুট’। এবার রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের আর্মব্যান্ড পরে দুর্বার গতিতে এগিয়ে চলছেন হ্যারি কেন। ছয় গোল করে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে। তার পেছনে ছুটছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। বেলজিয়ান তারকা করেছেন চার গোল। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রাশিয়ার ডেনিশ চেরিশেভও করেছেন চারটি করে গোল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল আর কোয়ার্টার ফাইনালে রাশিয়ার বিদায়ে গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই তাদের। এখনো দুই ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে কেন ও লুকাকুর। সুতরাং তারা আছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জেতার দৌড়ে। সেই দৌড়ে একধাপ এগিয়ে আছেন ইংলিশ তারকা হ্যারি কেন। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে করেন পাঁচ গোল। এর মধ্যে হ্যাটট্রিকও ছিল। তৃতীয় ম্যাচ খেলেননি। দ্বিতীয় পর্বে কলম্বিয়ার বিপক্ষে নকআউট ম্যাচেও গোল করেন পেনাল্টি থেকে। তার ছয় গোলের তিনটিই এসেছে পেনাল্টি থেকে। তাই ইংলিশ অধিনায়ককে পেনাল্টি কিংয়ের খেতাব দিয়েছে ব্রিটিশ মিডিয়া। কেনের সেরা প্রতিদ্বন্দ্বী এখন বেলজিয়ামের রোমেলু লুকাকু। চারটি গোল করে তালিকার দ্বিতীয়তে আছেন ম্যানইউ স্ট্রাইকার। কেনের মতো তারও দুটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। ফলে আরো গোল করে ইংলিশ তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে লুকাকুর। এদিকে চারটি করে গোল থাকলেও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন রোনালদো ও চেরিশেভ। এর বাইরে তিনটি করে গোল করে কেন এবং লুকাকুকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ফ্রান্সের আন্তোনিও গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপে। কারণ তাদেরও দুটি করে ম্যাচ খেলার সম্ভাবনা আছে। তবে এজন্য দুই ফরাসি তারকাকে দেখাতে হবে দুর্দান্ত নৈপুণ্য। তিনটি করে গোল আছে কলম্বিয়ার ইয়া মিনা, উরুগুয়ের এডিনসন কাভানি, স্পেনের ডিয়েগো কস্তা এবং রাশিয়ার আর্টেম জুবারের। কিন্তু বিশ্বকাপ থেকে নিজেদের দল বাদ পড়ায় ‘গোল্ডেন বুট’ জয়ের সম্ভাবনা নেই তাদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১