আপডেট : ০৮ July ২০১৮
জন্মের পর থেকেই পাপারাত্জিদের প্রিয় আরাধ্যা বচ্চন। মায়ের সঙ্গে বেশিরভাগ সময় ফ্রেমবন্দি হয়েছে এই স্টার কিড। কখনো দাদু বা বাবার সঙ্গেও ধরা দিয়েছে ক্যামেরায়। এবার আরাধ্যা ফ্রেমবন্দি হল নিজের জন্যই। সম্প্রতি ইনস্টাগ্রামে আরাধ্যার একটি ছবি শেয়ার করেছেন ঐশ্বর্যা। সেখানে নাকি মাকেই নকল করছে এই খুদে। ছবির ক্যাপশনে ঐশ্বর্যা লিখেছেন, ‘মাই লভ’। প্যারিসে কালো পোশাকে সেজে পোজ দিয়েছিলেন ঐশ্বর্যা। তিনি যে ভাবে দাঁড়িয়েছিলেন তা দেখে ওই একই রকম ভাবে দাঁড়ানোর চেষ্টা করেছে আরাধ্যাও। যা দেখে অবাক হয়েছেন নায়িকা স্বয়ং। এমনিতে আরাধ্যাকে প্রায় সব জায়গাতেই সঙ্গে নিয়ে যান ঐশ্বর্যা। মেয়ে কোনোভাবেই কাছ-ছাড়া করতে চান না। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ট্রলও হয়েছিল। সে সময় তার যোগ্য জবাব দিয়েছিলেন অভিষেক বচ্চন। সব মিলিয়ে আরাধ্যা যেভাবে বড় হচ্ছে তাতে খুশি বচ্চন দম্পতি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১