আপডেট : ০৮ July ২০১৮
সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই ৭৫ শতাংশ নিয়োগ হচ্ছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ‘ভবিষ্যতের জন্য বাজেট : তারুণ্য, দক্ষতা ও কর্মসংস্থান’ শীর্ষক পলিসি ব্রেকফাস্ট শেষে বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কোটা নিয়ে আন্দোলন হলেও চাকরিতে মেধার ভিত্তিতেই ৭৫ শতাংশ নিয়োগ হয়ে থাকে। তাই কোটা নিয়ে আন্দোলনের কিছু নেই। সরকার দেশে কর্মসংস্থানের হার বাড়াতে কাজ করে চলেছে। এসম মন্ত্রী আরো বলেন, উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জোর দেয়া হয়েছে। এ জন্য ১ জুলাই থেকে অর্থ ছাড় করা হচ্ছে। এখন উন্নয়ন কর্মসূচির দ্রুত বাস্তবায়ন হবে। বাজেট বাস্তবায়নের হার বাড়ছে। এখন সব মন্ত্রণালয় আগের চেয়ে বেশি সমন্বিত। অর্থমন্ত্রী বলেন, সমন্বয় আরো বাড়লে উন্নয়ন বরাদ্দের ব্যয় আরো বেড়ে যাবে বলে মনে করেন তিনি। এময় আরো উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১