আপডেট : ০৮ July ২০১৮
সাভারের আশুলিয়ায় কর্তব্যরত অবস্থায় যাত্রীবাহী বাসচাপায় উইলিয়াম মার্টি নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তি্নি আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১ এ কর্মরত ছিলেন। রোববার সকাল পৌনে ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান। নিহত উইলিয়াম মার্টির (২২) বাড়ি রাজশাহী জেলার তানোড়ে। তিনি আশুলিয়া শিল্প পুলিশ-১ এ কর্মরত ছিলেন। এলাকার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উইলিয়ামকে মৃত ঘোষণা করেন বলে এ পুরিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। চালককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ওসি আবদুল আউয়াল বলেন, নরসিংহপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ‘আশুলিয়া ক্লাসিক পরিবহনের’ একটি বাস উইলিয়ামকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নিশ্চিন্তপুর
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১