বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০১৮

স্বপ্নিল পেশা এয়ার হোস্টেস

জেনারেল বিষয়ে পড়াশোনা করেও এ পেশায় আসার সুযোগ আছে সংরক্ষিত ছবি


আধুনিক যুগের স্বপ্নময় ও শৌখিন পেশা এয়ার হোস্টেস। পেশা হিসেবে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। সময়ের চাহিদাসম্পন্ন, সাহসী এবং সম্মানজনক একটি স্বপ্নিল পেশা এয়ার হোস্টেস। আধুনিক যুগের তরুণ-তরুণীরা এই পেশায় ক্যারিয়ার গড়ার জন্য আগ্রহী হয়ে উঠছে। প্রস্তুতি নিচ্ছে অনেক তরুণ-তরুণী।

সাহসী, মুক্তমনা ও স্বপ্নময় যে কেউ ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন এয়ার হোস্টেস পেশাকে। এ পেশার ভবিষ্যৎ ভালো। কাজে আনন্দ আছে। আছে সুন্দর জীবনধারণের নিশ্চয়তা। জেনারেল বিষয়ে পড়াশোনা করেও এ পেশায় আসার সুযোগ আছে। বিশেষ যোগ্যতা হিসেবে থাকতে হবে ইংরেজি ভাষার দক্ষতা, শুদ্ধ সুন্দর বাচনভঙ্গি, উপস্থিত বুদ্ধি, চটপটে স্বভাব। এর সঙ্গে থাকতে হবে ব্যক্তিত্ববোধ। তাই যারা আকাশে উড়ে বেড়াতে চান তাদের জন্য পাইলট হতে না পারলেও এয়ার হোস্টেস হতে পারে একটি জুতসই পেশা। কেবিন ক্রু প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন একজন দক্ষ এয়ার হোস্টেস। বাংলাদেশে বর্তমানে প্রতিদিন দেশি-বিদেশি প্রায় ৫০ এয়ারলাইন্সের প্লেন ওঠানামা করে। এ সংখ্যা দিন দিন বাড়ছে। এসব এয়ারলাইনসে দক্ষ এয়ার হোস্টেসের চাহিদা অনেক।  যেসব ফ্লাইট বাংলাদেশের বিমানবন্দরে ওঠানামা করে, সেসব এয়ারলাইনস কর্তৃপক্ষের একটা বড় চাহিদা থাকে দেশীয় এয়ার হোস্টেস কর্মচারী। তাই এই পেশায় বাংলাদেশিদের অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ অ্যাভিয়েশন একাডেমি বাংলাদেশে সর্বপ্রথম একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রবর্তন করে, যেখানে প্রশিক্ষণ সম্পন্নকারী পুরুষ ও মহিলারা যাত্রীবাহী বেসামরিক বিমান সংস্থায় দেশে ও বিদেশে উচ্চ বেতনে চাকরির সুযোগ পাবে। বাংলাদেশ অ্যাভিয়েশন একাডেমি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যৌথভাবে পরিচালিত তিন মাস মেয়াদি এ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইনসে এয়ার হোস্টেস, ফ্লাইট স্টুয়ার্ড, সেলস ট্রাফিক, ফ্লাইট ডেসপাচার বৈমানিক অথবা অন্য কোনো বিভাগে নিয়োগ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে।

কী যোগ্যতা লাগবে : এ পেশায় যে কেউ ইচ্ছে করলেই আসতে পারবেন না। যাদের বয়স ১৮ থেকে ২৪ বছর, দেখতে সুশ্রী, দেহের রং ও গড়ন ভালো, তীক্ষ দৃষ্টিসম্পন্ন (চশমা ব্যতীত), ইংরেজিতে কথোপকথনে দক্ষ, স্পষ্ট স্বরে ইংরেজি, বাংলা কিংবা অন্য ভাষায় কথা বলতে পারেন এবং অবশ্যই যার হাসি দেখতে সুন্দর- এমন তরুণীরাই কেবল এ পেশায় আসতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট বা ও-লেভেল পাস কিংবা গ্র্যাজুয়েট সম্পন্নরাই এয়ার হোস্টেস প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, আপনার উপস্থিত বুদ্ধি ও দক্ষতার ওপরই নির্ভর করে আপনি এ পেশার জন্য যোগ্য কি না? এ সব বিষয় আপনার থাকলে আপনি এয়ার হোস্টেস পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

কোর্সে যা শেখানো হবে : কেবিন ক্রু ও এয়ার হোস্টেস প্রশিক্ষণ কোর্সে সাধারণত প্রতিষ্ঠানটির ইতিহাস, নিজের স্বাস্থ্য সৌন্দর্য, শিষ্টাচার, ড্রেস পরার কৌশল, মেকআপ ও হেয়ার স্টাইল, হাসি ও চোখের অভিব্যক্তি, আচরণ, সমস্যা সমাধান, আস্থা, নিয়মানুবর্তিতা, ভদ্রতা, টিমওয়ার্ক, কথা বলার কৌশল, কথার সুরের ছন্দ, বাচ্চা ও নারীদের সঙ্গে ব্যবহার, ড্রেস কোড এয়ারলাইনসের ভেতরের অংশ পরিচিতি, ফুড অ্যান্ড বেভারেজ, এয়ার ক্রাফট কন্ট্রোল সিস্টেম, ফার্স্ট এইড, ইমার্জেন্সি ইকুইপমেন্ট কোথায় পাওয়া যাবে, মাইকিং অক্সিজেন মাস্ক, সিট বেল্ট, লাইফ জ্যাকেট পাওয়া যাবে, প্লেনের রুট সম্পর্কে যাত্রীদের ব্রিফিং, যাত্রীদের লাঞ্চ, ডিনার ও স্যুভেনির পৌঁছে দেওয়া, বিপদে কীভাবে কাজ করতে হবে ইত্যাদিসহ নানা বিষয় হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কেউ এই কোর্সের মাধ্যমে সফলভাবে পরীক্ষা শেষে দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইনসে চাকরি করার সুযোগ পাবেন। বর্তমানে বেশকিছু বেসরকারি প্রতিষ্ঠানও এয়ার হোস্টেস পেশার জন্য বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ দিয়ে থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১