আপডেট : ০৮ July ২০১৮
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের নামে জামায়াত-বিএনপি চক্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এর আগেও তারা বহু ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি, এখনো পারবে না। গতকাল শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগ পর্যন্ত সম্মেলন ও আলোচনা সভায় আমাদের নেতাকর্মীদেরকে সরকারের উন্নয়নের কথা বলতে হবে। শেখ হাসিনার কথা মানুষের কানে পৌঁছাতে হবে। মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, আপনাদের বক্তব্যের ধরন পাল্টাতে হবে। নেতাকর্মীদের প্রশংসা করার প্রয়োজন নেই। শেখ হাসিনার কথা বলেন। নির্বাচনে সাধারণ জনগণ কোন কথা বললে আকৃষ্ট হবে সেসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা এইচ এম গিয়াস উদ্দিন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১