আপডেট : ০৮ July ২০১৮
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে প্রতিবছরের মতো এবারো রথযাত্রার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (১৪ জুলাই) শুরু হওয়া ৯ দিনব্যাপী এ রথযাত্রা চলবে ২২ জুলাই পর্যন্ত। অনুষ্ঠান সফল করতে ইসকন মন্দির সিলেটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রথযাত্রা কর্মসূচির মধ্যে রয়েছে— প্রথম দিন শনিবার দুপুর ২টায় উদ্বোধন। একই দিন আলোচনা সভা ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া প্রতিদিন আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। শেষ দিন ২২ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হবে। রথযাত্রা মহোৎসব পালনে সর্বস্তরের মানুষকে উপস্থিত ও সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১