বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০১৮

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না সংরক্ষিত ছবি


এই সরকারের অধীনে কোনোভাবেই গণতান্ত্রিক ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে নতুন রাজনৈতিক দল, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন বিকাশে নির্বাচন কমিশন ও সরকারই প্রধান বাধা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে রাজনৈতিক দলের নিবন্ধনের কালো আইনের ৯০ বি ধারা বাতিল করতে সরকারকে বাধ্য করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য প্রয়োজনীয় সব শর্ত নাগরিক ঐক্য পূরণ করেছে। কিন্তু এরপরও আমাদের দলকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক। এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনের বিবেচনাশক্তি সম্পর্কে এই দেশবাসীর ভালো ধারণা আছে বলে মন্তব্য করেন।

অ্যাডভোকেট খন্দকার খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক জিএস ডা. মুস্তাক হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, লেখক ড. ইসা মোহাম্মদ, সাবেক এমপি অ্যাডভোকেট তাসমিন রানা প্রমুখ।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১