আপডেট : ০৮ July ২০১৮
গত দুই দশকে বাংলাদেশ থেকে বিদেশে কাজ করতে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা অনেক বেড়েছে। তবে যথাযথ প্রস্তুতি এবং এ সম্পর্কিত ধারণা না থাকায় এই নারীরা দেশে এবং দেশের বাইরে নানা ধরনের প্রতারণার শিকার হন, বিপদে পড়েন। কিছু বিষয়ে সতর্ক থাকলে এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায়। * বিদেশে যাওয়ার জন্য প্রথমেই কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, সে বিষয়ে জেনে নেওয়া উচিত। এক্ষেত্রে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ। তাদের বিএমইটির নিয়োগ অনুমতি আছে কি-না, তা যাচাই করতে হবে। * পাসপোর্ট করার ক্ষেত্রে নিজেরই পাসপোর্ট করার চেষ্টা করা উচিত। * বিদেশে আপনার অর্জিত অর্থ দেশে পাঠানোর জন্য বা এ সংক্রান্ত সব কাজের জন্য যাওয়ার আগে ব্যাংকে দুটি অ্যাকাউন্ট খুলুন। এর একটি নিজের নামে, আরেকটি পরিবারের অন্য কোনো সদস্যের নামে। * টাকা-পয়সা দেওয়ার সময় রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নম্বরসহ রসিদ নিতে হবে। আত্মীয়ের ভিসায় গেলে স্ট্যাম্পে লিখিত নিয়ে নেয়া প্রয়োজন। * চুক্তিপত্র স্বাক্ষরের আগে বেতন, কাজের ধরন, থাকা-খাওয়া, চিকিৎসা, চাকরির মেয়াদকাল ইত্যাদি বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে-বুঝে তারপর সিদ্ধান্ত নিন। * বিদেশে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল চেকআপ) করিয়ে তবেই যাবেন। * বিদেশে গিয়ে যে কাজ করবেন, সেই কাজের প্রশিক্ষণ নিয়ে যাওয়া প্রয়োজন। এতে আপনি সেখানে সঠিক মূল্যায়ন পাবেন। * কাজের ক্ষেত্রে ভাষা একটি বড় বিষয়। যে দেশে যাবেন, সেই দেশের ভাষা জানা দরকার। ভাষা জানা না থাকলে নানা ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। * সবকিছু চূড়ান্ত হলে যাওয়ার আগে বিএমইটির ইমিগ্রেশন সেকশন থেকে আপনার ভিসা, পাসপোর্ট ও বিমানের টিকেট যাচাই করে নেওয়া উচিত। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ৮৯/২ কাকরাইল, ঢাকা-১০০০ এই ঠিকানায় অফিসে গিয়ে যে দেশে যাচ্ছেন, সেই দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করতে হবে। * পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট, টিটিসি ট্রেনিং সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য দরকারি কাগজপত্র দুই সেট ফটোকপি করে এক সেট নিজের কাছে রাখুন। আরেক সেট পরিবারের কাছে রাখুন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১