বাংলাদেশের খবর

আপডেট : ০৭ July ২০১৮

মৌলভীবাজারে কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

মৌলভীবাজারে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন; আহত হয়েছেন তিনজন ছবি : সংরক্ষিত


মৌলভীবাজার সদর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নাদামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার এসআই গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ উদ্ধার করে এবং গুরুতর অবস্থায় আরও ছয়জনকে মৌলভীবাজার হাসপাতালে নিলে সেখানে আরও দুজন মারা যান।’

আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই গিয়াস জানান।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১