আপডেট : ০৭ July ২০১৮
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উদ্ধারকৃত মরদেহগুলো হলো- মিরসরাই উপজেলার আবদুল কুদ্দুসের পুত্র সাইফুল ইসলাম (২৫), চাঁদপুর জেলার কচুয়া এলাকার তাজুল ইসলামের পুত্র মো. আলাউদ্দিন (২৬) ও একই জেলার শাহরাস্তি এলাকার শাহজাহানের পুত্র মো. ইয়াছিন (১৮)।
ফায়াস সার্ভিসের সীতাকুণ্ডের স্টেশন ম্যানেজার ওয়াশি আজাদ জানান, চট্টগ্রাম নগরীর জামাল এলাকা থেকে ২২/২৩ জনের একটি দল শুক্রবার বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে যায়। তাদের মধ্য থেকে বিকেল তিনটার দিকে সৈকতে গোসল করতে নেমে এ তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সাভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সাগর উত্তাল থাকার কারণে অভিযান বাধাগ্রস্থ হয়। শনিবার দুপুর একটা থেকে দেড়টার মধ্যে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকতে ব্যক্তি উদ্যোগে অবৈধভাবে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। ইতিপূর্বে কয়েক দফা সেখানে দুর্ঘটনা ঘটেছে। গত ২২ জুন সেখানে বেড়াতে এসে নারায়নগঞ্জের শানার পাড়া স্কুল এন্ড কলেজের দুই ছাত্র নিঁখোজ হন। নিঁখোজের ২৪ ঘন্টা পর ছাত্রদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডসহ যৌথদল।
সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল আলম এ প্রতিবেদককে জানান, দুর্ঘটনার পরপর ওই এলাকায় সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করে লাল ফ্লাগ ও বিলবোর্ড লাগানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১